ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

সংস্কারের নামে নির্বাচন থামানো হলে তা হবে ফ্যাসিস্টের আচরণ: রিজভী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:০১, ২৬ এপ্রিল ২০২৫; আপডেট: ১২:০২, ২৬ এপ্রিল ২০২৫

সংস্কারের নামে নির্বাচন থামানো হলে তা হবে ফ্যাসিস্টের আচরণ: রিজভী

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

অন্তর্বর্তী সরকারের ৮ মাসে সবচেয়ে বেশি আলোচিত বিষয় সংস্কার ও নির্বাচন। তবে এই দুই ইস্যুতে সরকার এবং বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি'র মধ্যে যথেষ্ট মত পার্থক্য রয়েছে।

এই বাস্তবতার মধ্যেই সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। অন্যান্য দলের সাথে এক বার করে হলেও বিএনপি'র সাথে বৈঠক হয়েছে তিন বার। সংস্কারের কিছু বিষয়ে একমত হলেও বড় কিছু বিষয়ে দ্বিমত রয়েছে বিএনপি'র। সরকার আগেই ঘোষণা দিয়েছিল ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে হবে জুলাই চার্টার। যেখানে স্বাক্ষর করবে সব দল। 

সংস্কারের এমন প্রক্রিয়াকে নির্বাচন পেছানোর কালক্ষেপণ মনে করছে বিএনপি। 

এ বিষয়ে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এটায় এতদিন সময় তো লাগার কথা না। এটা তো কিছুই না। শুধু একটা চার্ট করবে কোথায় কোথায় সংস্কার দরকার। যেখানে ঐক্য মত হয়েছে সেগুলো এক মাসের মধ্যেই জুলাই সনদে স্বাক্ষর করা সম্ভব।’

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, ‘এগুলো করবে পার্লামেন্ট, জনপ্রতিনিধিরা। সুতরাং সেই জায়গাতে আস্থাশীল হতে হবে অন্তর্বর্তীকালীন সরকার বা যারা এই কথাগুলো বলছেন তাদের। সংস্কারকে নির্বাচনের বিকল্প হিসেবে দাড় করানো ঠিক নয়। যদি নির্বাচনকে থামিয়ে রেখে আমরা এটা করি, এই কথার মধ্যে দিয়ে এক ধরণের ফ্যাসিবাদেরই সুর ধ্বনিত প্রতিধ্বনিত হয়।’

সূত্র: https://www.youtube.com/watch?v=QwQe2HozQog

মুমু

আরো পড়ুন  

×