ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

ছাত্রশিবিরের সাথে ছাত্রদলের কখনোই কোন জোট ছিল না:ছাত্রদলের সহ-সভাপতি

প্রকাশিত: ০৭:৩৩, ২৬ এপ্রিল ২০২৫

ছাত্রশিবিরের সাথে ছাত্রদলের কখনোই কোন জোট ছিল না:ছাত্রদলের সহ-সভাপতি

জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি সাফ জানিয়ে দিয়েছেন, "ছাত্রশিবিরের সাথে জাতীয়তাবাদী ছাত্রদলের কখনোই কোন জোট ছিল না।" তার ভাষ্য অনুযায়ী, বিএনপির সঙ্গে জামায়াতের অতীতে রাজনৈতিক এবং নির্বাচনকেন্দ্রিক জোট থাকলেও, ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রদলের এমন কোনো ঐক্য ছিল না এবং ভবিষ্যতেও হবে না।


ছাত্রদলের সহ-সভাপতি বলেন, "বিএনপির সাথে জামায়াতের অতীতে রাজনৈতিক এবং নির্বাচনকেন্দ্রিক জোট থাকলেও, ছাত্রশিবিরের সাথে জাতীয়তাবাদী ছাত্রদলের কখনোই কোন জোট ছিল না। কোথাও কোন জোট ছিল না।"
তিনি স্পষ্ট করে বলেন, "জাতীয়তাবাদী ছাত্রদলের নিজস্ব নীতি আদর্শ রয়েছে, সে আদর্শ নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল চলে। শিক্ষা, ঐক্য, প্রগতিকে ধারণ করে জাতীয়তাবাদী ছাত্রদল চলে।"


ছাত্রদলের এই নেতা বলেন, "ইতিবাচক একটা রাজনীতি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে করার প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছে ছাত্রদল। কিন্তু শিবির, এই সংগঠন এ তার তৎপরতাই চালায় গোপনে। তার ওপেনে কোন তৎপরতা নাই।"

তিনি অভিযোগ করে বলেন, "ছাত্রলীগের সাবেক নেতা এখন শিবিরের নেতা। তার মানে কি? আমরা যে নিপীড়নের শিকার হয়েছি, ১৬ বছরে যে নির্যাতনের শিকার হয়েছি, আমাদের উপর এই নির্যাতন-নিপীড়ন এই শিবিরই আগে ছাত্রলীগ হয়ে চালিয়েছে। এখন তারা শিবির ধারণ করছে।"


তিনি আরও বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের কমিটি দেখলে বুঝবেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি হয়েছেন, তার অতীতে ছাত্রলীগে পথ ছিল।"

তার ভাষ্য, "তারা গোপন রাজনীতি করে, আমরা প্রকাশ্য রাজনীতি করি। আমরা গত ১৬ বছরে প্রকাশ্যে বলেছিশেখ হাসিনাকে খুনি বলেছি। শেখ হাসিনা ভোট চোর, শেখ হাসিনা ভোট ডাকাত, শেখ হাসিনা চোর, শেখ হাসিনা খুনি আমরা সেটা বলেছি। কিন্তু তারা সেটা বলেনি। সেটা বলার মত সৎসাহস তাদের ছিল না।"


ছাত্রদলের সহ-সভাপতি দাবি করেন, "ছাত্রদল যত সংকটেই পড়ুক না কেন, শেখ হাসিনাকে খুনি বলেছে এবং সে তার স্ট্যান্ডে অনড় ছিল সবসময়। অন্যায়ের বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়ই আপসহীন।"

 

 

 

সূত্র:https://tinyurl.com/ydr5295j

আফরোজা

আরো পড়ুন  

×