
ছবি: সংগৃহীত
শুক্রবার (২৫ এপ্রিল) বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরী ও জেলার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে বক্তব্যে হিন্দু ধর্মাবলম্বী উত্তম ভট্টাচার্য বলেন, ‘বিগত ১৭ বছর আওয়ামী লীগের শাসনামলে সাতবার আমার হিন্দু ভাইদের, লক্ষ লক্ষ মা-বোনদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সাত সাতবার যা হয়েছে, প্রতিবার দোষ দেওয়া হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীকে ও বিএনপিকে।’
১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রতিবার হিন্দুদের প্রতি সহিংসতার ঘটনায় বাংলাদেশ জামায়াত ইসলামীকে দায়ী করা হয় উল্লেখ করে উত্তম ভট্টাচার্য বলেন, ‘বলা হয়, জামায়াত এই দেশের রাজাকার। তারা হিন্দুদের খুন করেছে, বাড়িঘর লুটপাট করেছে, দখল করেছে। আমি তো তা দেখিনি।’
তিনি জানান, ‘আমি দেখেছি যে জামাত ইসলামী প্রতিবাদী দল। তাই আমি অসংখ্য হিন্দু ভাইদেরকে নিয়ে জামায়াত ইসলামীতে যোগদান করেছি।’
৫ আগস্টের পর থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী হিন্দুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির পাহারা দিয়ে রেখেছে বলে জানান উত্তম ভট্টাচার্য। তিনি বলেন, ‘এই পর্যন্ত যারাই সরকার গঠন করেছে, প্রত্যেকেই আমাদের ওপর নির্যাতন করেছে।’
সূত্র: https://www.youtube.com/watch?v=Wj0L_SrpjRE
রাকিব