
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, এই দেশের মানুষকে যদি রক্ষা করতে হয় তাহলে বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই।
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপির জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা আব্দুস সালাম আরও বলেন, ‘এখনো যারা নির্বাচন পেছাতে চান, তাদের উদ্দেশে বলতে চাই, কেন পিছাইতে চান? বিএনপিকে মানুষ ভোট দিবে এটার জন্য? বিএনপিরে ভয় পান কেন?’
তিনি বলেন, ‘বিএনপির জন্মই হয়েছিল স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে, ৭ নভেম্বর আবার স্বাধীনতাকে রক্ষা করার মধ্য দিয়ে। বিএনপির জন্মই হয়েছিল ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য, আমার টুপি-দাড়ি, আমার ধর্মকে রক্ষা করার জন্য।’
এছাড়া, দেশের মানুষকে যদি রক্ষা করতে বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই বলে জানান বিএনপির এই নেতা।
সূত্র: https://www.youtube.com/watch?v=dN5a5vKu_Y4
রাকিব