ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিলো শেখ হাসিনা: ইকবাল মাহমুদ টুকু

প্রকাশিত: ০১:৩৬, ২৬ এপ্রিল ২০২৫

৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিলো শেখ হাসিনা: ইকবাল মাহমুদ টুকু

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় রাখার ষড়যন্ত্রে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন শেখ হাসিনাএমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, গণআন্দোলনের মুখে টিকতে না পেরে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন।

শনিবার বিকেলে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

টুকু বলেন, “শেখ হাসিনা চেয়েছিলেন ৪১ সাল পর্যন্ত ক্ষমতা ধরে রাখতে। সেই উদ্দেশ্যে বিএনপিকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিলেন। কিন্তু জনগণের জাগরণে তা সম্ভব হয়নি। এখন গণআন্দোলনের তাপে তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন।

সূত্র: https://www.facebook.com/share/v/16DFZFx3sb/

আরএইচ

আরো পড়ুন  

×