ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০১:১৯, ২৬ এপ্রিল ২০২৫

দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে ॥ রিজভী

রহুল কবির রিজভী

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আবদুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিসানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করেছে ‘আমরা বিএনপি পরিবার’। সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

শুক্রবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পরিবারের সদস্যদের কাছে আর্থিক সহায়তা প্রদানকালে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। 
রিজভী বলেন, গণতন্ত্র হত্যাকারী, ভোটাধিকার হরণকারীরা এখনো গ্রেপ্তারের আওতা থেকে কিভাবে বাইরে থাকে ? এরা শাস্তির আওতায় না আসলে কীভাবে হবে ? অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন সঠিকভাবে। 
রিজভী বলেন, ছাত্র-জনতার আন্দোলনের পর দেশ কিছুটা স্বস্তির মধ্যে চললেও এখন ক্রান্তিকাল পার করছে দেশ। আবারও ফ্যাসিবাদের আওয়াজ পাওয়া যাচ্ছে। বিচারপতি খায়রুল হক কেন এখানো গ্রেপ্তার হয় না তা উল্লেখ করে তিনি বলেন, যারা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছে তারা কীভাবে এখনো বহাল তবিয়তে থাকে ?  
রিজভী বলেন, শেখ হাসিনার আমলে যেসব প্রতিষ্ঠান হয়েছে সেগুলো বন্ধ না করে সরকার থেকে প্রশাসক নিয়োগের মাধ্যমে তা সচল রাখতে হবে। তা না হলে দেশে বেকারত্ব বাড়বে। 
রিজভী বলেন, বাংলাদেশ যতদিন থাকবে সংস্কার ততদিন থাকবে। তাই সংস্কারের জন্য কালক্ষেপণ না করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনারের কথায় বিএনপি অত্যন্ত সন্তুষ্ট। 
রিজভী বলেন, বিএনপির মানবিক শাখা হিসেবে কাজ করছে ‘আমরা বিএনপি পরিবার’। সুখে দুঃখে আমরা যেন অসহায় পরিবারগুলোর পাশে থাকতে পারি। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ৬০ লাখ মামলা দেওয়া হয়েছে। সব মামলা এখনো প্রত্যাহার করা হয়নি। এর মধ্যেই আবার ফ্যাসিবাদের কণ্ঠ শুনতে পাই। ফ্যাসিবাদের অনেকেই এখনো গ্রেপ্তারের আওতার বাইরে। রিজভী বলেন, মিথ্যা মামলায় যারা খালেদা জিয়াকে সাজা দিয়েছে তারা এখনো ধরাছোঁয়ার বাইরে। ওই সাজার রায় দেওয়া বিচারকরাই ফ্যাসিবাদের প্রতিষ্ঠা করেছে।

আরো পড়ুন  

×