ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

মাস্টার্স শেষে হল ছেড়ে দিচ্ছেন ঢাবি ছাত্রশিবির সেক্রেটারি

প্রকাশিত: ০১:১৩, ২৬ এপ্রিল ২০২৫; আপডেট: ০১:২০, ২৬ এপ্রিল ২০২৫

মাস্টার্স শেষে হল ছেড়ে দিচ্ছেন ঢাবি ছাত্রশিবির সেক্রেটারি

ছবি: সংগৃহীত

মাস্টার্সে দুর্দান্ত ফলাফল করে হলে থাকা ছেড়ে দিচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মহিউদ্দিন খান। বিশ্ববিদ্যালয় জীবনের পাঠ চুকিয়ে নিজ উদ্যোগে হল ছাড়ার এই দৃষ্টান্ত অনেকের কাছে প্রশংসিত হয়েছে। বিশেষ করে রাজনৈতিক নেতৃত্বে থাকা ছাত্রদের জন্য এটি একটি ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

জামায়াত-শিবির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

মহিউদ্দিন খান লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। সদ্য প্রকাশিত মাস্টার্সের ফলাফলে তিনি ৩.৯৭ সিজিপিএ পেয়ে বিভাগে প্রথম হয়েছেন। এর আগেও স্নাতকে তিনি ৩.৯৩ সিজিপিএ পেয়ে এককভাবে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছিলেন।

অনেকে মনে করছেন, ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে পড়াশোনায় এমন কৃতিত্ব অর্জন এবং সময়মতো হল ত্যাগ করার এই সংস্কৃতি দেশে একটি নতুন ধারা প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে।

এম.কে.

আরো পড়ুন  

×