
ছবিঃ সংগৃহীত
‘জনগণ সরকার হিসেবে আপনাকে পাঁচ বছরের জন্য নির্বাচন করতেই পারে, কিন্তু তার মানে আপনি ভাবতে পারেন না, নির্বাচিত হয়ে আপনি যা-ই করবেন, জনগণ আপনার পক্ষে আছে। এটা এমন সম্মতি যা বারবার নিতে হয়।’ সম্প্রতি এক টকশো অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে এ কথা বলেন।
এ টকশোতে তিনি আরও বলেন, ‘গণভোটের কথা বললেও বিএনপি ভাবে যে এটা নির্বাচন বানচাল করার রাস্তা। অথচ জিয়াউর রহমান ক্ষমতায় এসে গণভোট চালু করেছিলেন।’
আওয়ামী লীগের সময়ে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি পরিষ্কার ছিল না উল্লেখ করে তিনি বলেন, ‘আমি ভোটার হিসেবে অবশ্যই এই বিষয়গুলো আমার জানার অধিকার আছে। জনগণকে কথা দিয়ে তাদের চাওয়ার বিরুদ্ধে কিছু করা হলো প্রতারণা। এ জন্যই আমরা এবার বলেছি সংবিধান পরিবর্তন করতে হলে, দুই হাউজের টু-থার্ডসহ অবশ্যই গণভোট লাগবে।’
সূত্রঃ https://www.facebook.com/share/r/1CDR5xmP2B/
আরশি