
ছবি: সংগৃহীত।
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের নিয়ে রাজনীতি হলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, “আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, এই জুলাইয়ের গণঅভ্যুত্থানে আহতদের নিয়ে যদি কেউ রাজনীতি করার চেষ্টা করে, তাহলে কেয়ামত ঘটিয়ে দেবো বলে দিলাম।”
শুক্রবার (২৫ এপ্রিল) মোহাম্মদপুরে তিনি আরও বলেন, “ফ্যাসিবাদীকে উৎখাত না করে আমাদের ঘরে ফেরা নেই, আমাদের শান্তি নেই। যারা এই জুলাইয়ের গণঅভ্যুত্থানে লড়াকু সৈনিক হিসেবে অংশ নিয়েছিলেন, তাদের উদ্দেশ্যে বলবো—আপনারাই গণতন্ত্র পুনরুদ্ধারের বাস্তব নায়ক।”
নুর অভিযোগ করেন, “জুলাইয়ের পর অনেক রাজনৈতিক দল তাদের নিজস্ব রাজনৈতিক সমীকরণে ব্যস্ত হয়ে পড়েছে, সুবিধা নেওয়ার চেষ্টায় ব্যস্ত হয়েছে পড়েছে। ফলে আজ পর্যন্ত সেই হামলার বিচার হয়নি, কাউকে গ্রেপ্তার করা হয়নি। বরং যারা রাজপথে ছিল, তাদের বিরুদ্ধেই এখন হুংকার শোনা যাচ্ছে।”
তিনি ঘোষণা করেন, “আজ এই মোহাম্মদপুর থেকেই গণঅধিকার পরিষদের প্রতিরোধ সংগ্রাম শুরু হয়েছে। এই ফ্যাসিবাদ নির্মূল না হওয়া পর্যন্ত দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না এবং গণঅধিকার পরিষদের আন্দোলন থেমে থাকবে না।”
সায়মা ইসলাম