
ছবি: সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “শত শত শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছিল। কিন্তু আজ সেই শহীদদের আত্মত্যাগ প্রশ্নের মুখে পড়েছে।” তিনি প্রশ্ন রাখেন, “যাদের রক্তে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছিলাম, তাদের কাছে কী জবাব দেব যদি সেই ফ্যাসিবাদের দোসররা এখনো গ্রেফতার না হয়?”
রিজভী অভিযোগ করে বলেন, “শেখ হাসিনাকে রাক্ষসী রূপে তুলে ধরে যারা গণতন্ত্র ধ্বংসের পথ সুগম করেছিল, তাদের এখনো কেন আইনের আওতায় আনা হয়নি, তা দেশের জনগণের জানা দরকার।”
তিনি আরও বলেন, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা প্রায় ৬০ লাখ মামলা এখনো প্রত্যাহার হয়নি। বিগত ১৭ বছর ধরে আমাদের দলের নেতা-কর্মীরা শোষণ, বঞ্চনা এবং নির্যাতনের শিকার হয়ে আসছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আমাদের অনেকেই প্রাণ বিসর্জন দিয়েছেন।
আসিফ