ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

রাজনীতিতে যুক্ত হয়ে দেশের মানুষের জন্য সততার সঙ্গে কাজ করতে চাই: ইলিয়াস কাঞ্চন

প্রকাশিত: ২০:৪২, ২৫ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:৩৩, ২৫ এপ্রিল ২০২৫

রাজনীতিতে যুক্ত হয়ে দেশের মানুষের জন্য সততার সঙ্গে কাজ করতে চাই: ইলিয়াস কাঞ্চন

ছবি: সংগৃহীত

নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ (জেপিবি)’ গঠনের মাধ্যমে সরাসরি রাজনীতিতে যুক্ত হলেন জনপ্রিয় চিত্রনায়ক ও সামাজিক আন্দোলনকর্মী ইলিয়াস কাঞ্চন। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।                      

অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন বলেন, “আমি কেন রাজনীতিতে আসছি, তা আগে বলতে চাই। গত ৩২ বছর আমি ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের মাধ্যমে মানুষের জন্য কাজ করে গেছি। কিন্তু এই দীর্ঘ সময়ে যেসব সরকারকে পেয়েছি, তাদের কারো পক্ষ থেকেই কোনো ধরনের সহযোগিতা পাইনি। এ কারণে আন্দোলনের উদ্দেশ্য বাস্তবায়ন করা সম্ভব হয়নি।”

তিনি আরও বলেন, “দেশ-বিদেশে নানা সেমিনারে অংশ নিয়ে আমি বুঝতে পেরেছি, সরকারের সদিচ্ছা ও সহযোগিতা ছাড়া নিরাপদ সড়ক বাস্তবায়ন সম্ভব নয়। তাই আমি রাজনীতিকে বেছে নিয়েছি, যাতে জনগণের জন্য আরও কার্যকরভাবে কাজ করতে পারি।”

নিজের দীর্ঘদিনের আন্দোলনের দিকে ফিরে তাকিয়ে কাঞ্চন বলেন, “এই ৩২ বছরে আমি ব্যর্থ হয়েছি। যে সময় আমি ব্যয় করেছি, তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আমার আন্দোলন সফলতার মুখ দেখেনি।”

তবে রাজনীতিতে সততার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “যেভাবে আমি ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করেছি, ঠিক সেভাবেই আমি রাজনীতিতেও দেশের মানুষের জন্য কাজ করে যেতে চাই।”

জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি দেশবাসীর সহযোগিতা চাই। আপনারা আমাকে উৎসাহ দেবেন, ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সব সময় অনুপ্রাণিত করবেন।”

আসিফ

×