ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

সরকারের মদদে আওয়ামী লীগের পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চলছে: ড. আসাদুজ্জামান রিপন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৯, ২৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৫৯, ২৫ এপ্রিল ২০২৫

সরকারের মদদে আওয়ামী লীগের পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চলছে: ড. আসাদুজ্জামান রিপন

ছবি: জনকণ্ঠ

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, বর্তমান ইউনুস সরকারের প্রশাসনে ধীরে ধীরে পতিত আওয়ামী লীগের লোকজনের একটি পুনর্বাসন প্রক্রিয়া চালু হয়েছে। সরকারের মধ্যে নানাভাবে— কখনো উপদেষ্টার নামে, কখনো বিশেষ সহকারীর নামে— আওয়ামী লীগের লোকজনের পুনর্বাসন হচ্ছে।

শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে সারাদেশে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, নদী শাসন এবং শিমুলিয়া ঘাটে আন্তর্জাতিকমানের কনটেইনার পোর্ট নির্মাণের দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যারা শেখ হাসিনার সঙ্গ দিচ্ছেন, যারা দুর্নীতির সঙ্গে জড়িত, যারা গণতন্ত্রের প্রক্রিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং শেখ হাসিনাকে নানাভাবে উৎসাহিত করেছেন— স্বৈরাচারের পতনের বিরুদ্ধে অবস্থান নিয়ে ‘বেশ বেশ’ বলে যারা হাততালি দিয়েছেন— এই সমস্ত লোকদের আমরা এখন পোলিংয়ে দেখতে পাচ্ছি। তারা ইউনুস সরকারের প্রশাসনে যুক্ত হয়ে আছেন।

নানাভাবে ভুল বুঝিয়ে ও তথ্য গোপন করে পতিত স্বৈরাচারী লোকজন ইউনুস সরকারের প্রশাসনের মধ্যে ঢুকে পড়ছেন। এর ফলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, এবং ৫ আগস্টের চেতনা নষ্ট হয়ে যাচ্ছে।

হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল খানের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা প্রমুখ।

এম.কে.

আরো পড়ুন  

×