ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

৩২ বছরে কোনো সরকারের থেকে রাজনৈতিক সহযোগিতা পাইনি: ইলিয়াস

প্রকাশিত: ১৯:৫৭, ২৫ এপ্রিল ২০২৫

৩২ বছরে কোনো সরকারের থেকে রাজনৈতিক সহযোগিতা পাইনি: ইলিয়াস

ছবি: সংগৃহীত।

“৩২ বছর নিরাপদ সড়ক চাই আন্দোলন করেছি কিন্তু যে কটি  সরকারকে পেয়েছি তাদের কারও সহযোগিতা পাইনি”, বলে জানিয়েছেন সদ্য ঘোষিত দল জনতা পার্টি বাংলাদেশের (জেপিবি) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পর তিনি এই কথা জানান।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘‘আমি কেন রাজনীতিতে আসলাম সেই প্রসঙ্গে আগে বলতে চাই। ৩২ বছর আমি ‘নিরাপদ সড়ক চাই’ এর আন্দোলন করেছি। এই ৩২ বছরে আমি যে কয়জন সরকার পেয়েছি তাদের কারোরই কোনরকম সহযোগিতা আমি পাইনি। এই সহযোগিতা না পাওয়ার কারণে আমার ‘নিরাপদ সড়ক চাই আন্দোলন’ এর যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য গুলো ৩২ বছরেও আমি বাস্তবায়ন করতে পারিনি।’’

তিনি বলেন, ‘‘এই ৩২ বছরে আমি বিভিন্ন দেশে বিদেশে যে সেমিনারের অংশগ্রহণ করেছি। আমি জানতে পেরেছি যে, সরকারের সহযোগিতা ছাড়া এটিকে বাস্তবায়ন করা সম্ভব নয়। রাজনীতির স্বদিচ্ছা ছাড়া ‘নিরাপদ সড়ক চাই’ এর মূল লক্ষ্য বাস্তবায়ন সম্ভব নয়।”

গত ৩২ বছরে আমি ব্যর্থ- এমন মন্তব্য করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘‘আমি এই সংগঠনের পেছনে যে সময় ব্যয় করেছি তার পুরোটাই ব্যর্থ হয়েছে। ৩২ বছরেও আমার নিরাপদ সড়ক চাই আন্দোলনের কোনো সফলতা আসেনি।’’

তিনি বলেন, ‘‘আমি নিরাপদ সড়ক চাই আন্দোলনে যেভাবে সততার সঙ্গে মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে আমি রাজনীতিতে যুক্ত হয়ে আপনাদের জন্যই দেশের মানুষের জন্যই সততার সঙ্গে কাজ করে যেতে চাই।’’

দেশবাসীর সহযোগিতা চেয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘‘আমি আশা করব আপনারা আমার এই কাজে সহযোগিতা করবেন। আমাকে উৎসাহ দিবেন। আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাকে সব সময় অনুপ্রাণিত করবেন।’’

এ সময় তিনি দলের অন্যান্য পদের নাম ঘোষণা করেন। দলের সেক্রেটারি জেনারেলের দায়িত্বে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। দলের নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র হয়েছেন গোলাম সারোয়ার মিলন। ভাইস চেয়ারম্যানের মধ্যে রয়েছেন রফিকুল হক হাফিজ, সিনিয়র অ্যাডভোকেট এ বি এম ওয়ালিউর রহমান, রেহানা সালাম, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, এম এ ইউসুফ, সৈয়দা আজিজুন নাহার, গোলাম মেহরাজ, ব্রিগ্রেডিয়া জেনারেল (অব.) কামরুল ইসলাম, নির্মল চক্রবর্তী।

উল্লেখ্য, আশির দশকের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। পাশাপাশি তিনি একজন সামাজিক আন্দোলনকর্মী হিসেবে পরিচিত। ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে কাজ করে আসছেন দীর্ঘদিন। এবার সরাসরি রাজনীতির ময়দানে নামছেন এই অভিনেতা।

নুসরাত

আরো পড়ুন  

×