
ছবিঃ সংগৃহীত
আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে দেশকে লুটপাট করে খালি করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দে বিএনপি আয়োজিত দলীয় সদস্য ফর্ম নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় টুকু আরও বলেন, নবায়ন ফর্মের মাধ্যমে যেন কোনো নব্য আওয়ামী লীগ সদস্য বিএনপির ভেতরে ঢুকতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আর যদি কোনো নেতাকর্মীর মাধ্যমে আওয়ামী লীগের কেউ ঢুকে পড়ে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “১৬ বছর খাইছো—দেশটারে লুটপাট করে খোকলা করে দিয়ে চলে গেছো। এটা আওয়ামী লীগের পক্ষেই সম্ভব। আওয়ামী লীগ ভদ্রলোকের দল না। শয়তানের সঙ্গে আপস হতে পারে, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে কোনো আপস হবে না।”
ইমরান