ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

ক্ষমা চাওয়ার আগে মূল্যায়ন দরকার দায়িত্ব ও দায়বোধের: মাসুদ কামাল

প্রকাশিত: ০৩:২৩, ২৫ এপ্রিল ২০২৫

ক্ষমা চাওয়ার আগে মূল্যায়ন দরকার দায়িত্ব ও দায়বোধের: মাসুদ কামাল

ফাইল ছবি

নিজে কোনো অপরাধ না করেও পিতার হয়ে সন্তানের ক্ষমা চাওয়া কতটা গ্রহণযোগ্য? বিষয়টি আবেগ দিয়ে নয়, যুক্তি ও দায়বোধ দিয়ে বিবেচনা করা উচিত—এমনটাই মনে করেন সাংবাদিক মাসুদ কামাল।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, যদি কেউ নিজে কোনো অন্যায়ে জড়িত না থাকেন, তবে তার পিতার হয়ে শুধু ক্ষমা চাইলেই কি সেই অপরাধের দায় শেষ হয়ে যায়? এ ধরনের ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে সেই অন্যায়কে পরোক্ষভাবে স্বীকার করে নেওয়ার সম্ভাবনা থাকে।

তিনি আরও বলেন, এই ক্ষেত্রে আসিফ মাহমুদ সরাসরি কোনো অনিয়মে জড়িত ছিলেন না, কিন্তু একজন দায়িত্বশীল পদে থেকে তার প্রকাশ্য ক্ষমা চাওয়া জনমনে নানা প্রশ্ন তুলেছে।

মাসুদ কামাল বলেন, তিনি জনগণের সেবক—মহান ব্যক্তি নন। তাকে বাহবা দেওয়ার আগে আমাদের বিবেচনা করতে হবে, তিনি কেমনভাবে দায়িত্ব পালন করছেন। যারা জনগণের জন্য কাজ করেন, তাদের আচরণ মূল্যায়নের মাপকাঠি হতে হবে জনগণের অধিকার ও স্বার্থ।

এসএফ 

×