ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

পিতার কর্মকাণ্ডে

আসিফ মাহমুদের অবস্থান পরিবর্তনের উদাহরণ: জুলকারনাইন সায়ের

প্রকাশিত: ০২:৩০, ২৫ এপ্রিল ২০২৫; আপডেট: ০২:৩৩, ২৫ এপ্রিল ২০২৫

আসিফ মাহমুদের অবস্থান পরিবর্তনের উদাহরণ: জুলকারনাইন সায়ের

ফাইল ছবি

এক ঠিকাদারের প্ররোচনায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের  শিক্ষক পিতা বিল্লাল হোসেন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স গ্রহণ করেন এবং সেটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তির (এলজিইডি) ঠিকাদার তালিকায় যুক্ত হয়। বিষয়টি উপদেষ্টা আসিফ মাহমুদ জানতেন না বলে জানিয়েছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে অংশ নিয়ে জুলকারনাইন সায়ের বলেন, এই ঘটনাটি সামনে আসার পর আমি বিষয়টি যাচাই করে আসিফ মাহমুদের সঙ্গে কথা বলি। তিনি জানান, এ সম্পর্কে তিনি কিছুই জানতেন না এবং পরে ঘটনার সত্যতা বুঝে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন ও ফেসবুক পোস্টে ক্ষমা চান।

সায়ের আরও জানান, লাইসেন্সটি কখনোই কোনো কাজের জন্য ব্যবহার করা হয়নি এবং পরবর্তীতে মন্ত্রণালয় থেকেই সেটি বাতিল করা হয়েছে। তবে প্রশ্ন থেকে যায়, এটি প্রকাশ্যে না এলে হয়তো সেটি ভবিষ্যতে ব্যবহার হতে পারত। 

তিনি বলেন, কেউ সাজিয়ে রাখার জন্য লাইসেন্স করে না। আর একই মন্ত্রণালয়ে পুত্র উপদেষ্টা থাকাকালীন পিতার প্রতিষ্ঠানের তালিকাভুক্তি অবশ্যই স্বার্থের সংঘাতের বিষয়।

টক শোতে বক্তব্য রাখতে গিয়ে জুলকারনাইন সায়ের আরও বলেন, পূর্ববর্তী সময়ে এমন অনিয়ম ধরা পড়লেও সংশ্লিষ্টরা অনুশোচনাহীন থেকেছেন। কিন্তু আসিফ মাহমুদ যেভাবে দ্রুত দায়িত্ব নিয়েছেন এবং ক্ষমা চেয়েছেন, সেটি আমাদের রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কৃতির পরিবর্তনের একটি বড় উদাহরণ।

তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে কেউই যেন এমন কিছু না করেন, যা ব্যক্তিগত অবস্থান বা পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং সৎ অবস্থান বজায় রাখা সময়ের দাবি।

এসএফ

×