ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

জামায়াত কাউকেই রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে মনে করে না: ড. আব্দুল মান্নান

প্রকাশিত: ০২:১২, ২৫ এপ্রিল ২০২৫

জামায়াত কাউকেই রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে মনে করে না: ড. আব্দুল মান্নান

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি অধ্যাপক ড. আব্দুল মান্নান বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী কাউকেই রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে মনে করে না।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আয়োজিত টকশো অনুষ্ঠানে উপস্থাপক জামায়াত নেতা ড. আব্দুল মান্নানকে প্রশ্ন করেন ‘জামায়াত এই মুহূর্তে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আসলে কাকে মনে করে?’

জবাবে জামায়াত ইসলামী কাউকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে না জানিয়ে তিনি বলেন, ‘এদেশে ফ্যাসিবাদ বিরোধী যারা আছে, তাদের কাউকেই আমরা রাজনৈতিক প্রতিপক্ষ মনে করি না।’

রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে দ্বিমত থাকতে পারে উল্লেখ করে ড. আব্দুল মান্নান আরও বলেন, ‘আপন ভাইয়ের ভিতরেও তো কোনো বিষয়ে দ্বিমত থাকতে পারে। সেটা সুস্পষ্ট করে বলাটাকে আমি প্রতিপক্ষ ভাবা মনে করি না, এটা কখনোই হতে পারে না।’

 

সূত্র: https://www.facebook.com/share/v/19JA4uCZ72/

রাকিব

×