ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ব্যর্থতা স্পষ্টভাবে দৃশ্যমান: ঢাবি ছাত্রদল সভাপতি

প্রকাশিত: ০০:৩৫, ২৫ এপ্রিল ২০২৫; আপডেট: ০০:৩৬, ২৫ এপ্রিল ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ব্যর্থতা স্পষ্টভাবে দৃশ্যমান: ঢাবি ছাত্রদল সভাপতি

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় চলমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু স্পষ্ট ব্যর্থতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশে আইন-শৃঙ্খলার অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি জনজীবনকে চরম দুর্ভোগের দিকে ঠেলে দিয়েছে।

গণেশ চন্দ্র রায় বলেন, “পূর্বের তুলনায় বর্তমানে সাধারণ শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে কিছুটা স্বস্তিতে থাকলেও, সার্বিক নিরাপত্তার দিক থেকে পরিস্থিতি উদ্বেগজনক। ধর্ষণসহ সহিংস অপরাধের হার বেড়ে গেছে, যা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই ইঙ্গিত দেয়।”

তিনি সরকারের উপদেষ্টাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। গণেশ বলেন, “বর্তমান সরকারের উপদেষ্টারা একাডেমিক কিংবা এনজিও সংশ্লিষ্ট হলেও তাদের অনেকেই বাস্তবতাবর্জিত মন্তব্য করছেন। প্রধান উপদেষ্টার বক্তব্য যেখানে এক ধরনের, অন্য উপদেষ্টাদের মন্তব্য তার বিপরীত। এতে সরকারের মধ্যে সমন্বয়ের অভাব স্পষ্ট।”

তিনি আরও অভিযোগ করেন, “গত ৫ আগস্টের পর ছাত্র-জনতার মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল, কিছু উপদেষ্টার অযাচিত বক্তব্যের কারণে সেই ঐক্যে ফাটল ধরেছে।

আশিক

×