ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

জামায়াতের ব্যাপক গণসংযোগ

আল্লাহর জমিনে আল্লাহর আইন, কোরআনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে: হাফিজুর রহমান

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৫৩, ২৪ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:৫৪, ২৪ এপ্রিল ২০২৫

আল্লাহর জমিনে আল্লাহর আইন, কোরআনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে: হাফিজুর রহমান

ছবি: সংগৃহীত

আল্লাহর জমিনে আল্লাহর আইন, কোরআনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। তা না হলে এদেশে সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন, কোরআনের শাসন প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে যারা বাধা প্রদান করে তারা কাফের না হয় ফাসেক নাহয় মুশরিক। আগামী প্রজন্মকে সৎ ও যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে।

আল্লাহর জমিনে আল্লাহ তাঁর নূরকে কেয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবেন। যারা আল্লাহর নুরকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায় তাদের জেনে রাখা উচিত, আল্লাহ এই জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত করবেনই। আল্লাহ তাঁর নুরকে এই জমিনে কেয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবেন। ফ্যাসিস্ট হাসিনা তুমি জানো না আল্লাহর নূরকে আল্লাহ তার জমিনে বাস্তবায়ন করবেনই। 

আমরা দেখেছি ইসলামী আন্দোলনের কর্মীরা রাতে বাসায় ঘুমাতে পারিনি, বাজারে বাজার-সদাই করতে পারেনি, নামাজরত কর্মীদেরকেও রেহাই দেওয়া হয়নি, রুকু থেকে টেনে বের করে নিয়ে গেছে। টানা ১৭ বছর চেষ্টা করেছিল ইসলামি আন্দোলনকে ধ্বংস করতে, আল্লাহর জমিন থেকে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে কিন্তু আল্লাহ তার নূরকে কেয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবেন। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল গণসংযোগ পক্ষ উপলক্ষে সোনারগাঁ উপজেলার জামায়াতে ইসলামী সোনারগাঁ থানা দক্ষিণ জামায়াতের উদ্যোগে পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে চেঙ্গাকান্দি, নাগেরগাঁও, ছয়হিস্যা  এলাকায় পথসভায়  নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মো: হাফিজুর রহমান এসব কথা বলেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে কয়েকশত নেতা কর্মী সহযোগী ও সমর্থকদের নিয়ে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি, চেঙ্গাকান্দি, নাগেরগাঁও, ছয়হিস্যা ও জৈনপুর গ্রামে এই গণসংযোগ করেন।

উক্ত গণসংযোগে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমান, সোনারগাঁ থানা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি মোঃ আসাদুল ইসলাম মোল্লা, পিরোজপুর ইউনিয়ন জামায়াতের আমীর নুরুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার ওমর ফারুক প্রমুখ। 

এসময় দলীয় পরিচিতি, নারায়ণগঞ্জ-৩, সোনারগাঁ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়ার ছবিসহ প্রার্থী পরিচিতির লিফলেট বিতরন করেন। এছাড়াও অনেকেই জামায়াতের সহযোগী ফরম পুড়ুন করে জামায়াতে ইসলামীর সাথে রাজনীতি করার অঙ্গিকার করেন।

আসিফ

×