ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

সন্তোষ শর্মা ইস্যুতে যে ‘নসিহত’ রফিকুল মাদানীর

প্রকাশিত: ১৫:৩৬, ২৪ এপ্রিল ২০২৫

সন্তোষ শর্মা ইস্যুতে যে ‘নসিহত’ রফিকুল মাদানীর

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের প্রতি শ্রদ্ধা ও সমর্থন জানিয়ে তরুণ আলেম রফিকুল ইসলাম মাদানী বলেছেন, জেলখানায় তাঁর ও অন্যান্য আলেমদের খোঁজখবর নেওয়া এবং ২০১৩ সালের ২৪ এপ্রিলের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তিনি তাঁদের প্রশংসা করেন। তবে, চলমান সন্তোষ শর্মা ইস্যুতে দলটিকে সতর্ক করে কিছু পরামর্শও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে রফিকুল ইসলাম মাদানী তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এসব কথা উল্লেখ করেন। তিনি বলেন, "আমি যখন জেলে ছিলাম, তখন জামায়াতে ইসলামী ও তাঁদের নেতৃবৃন্দ আমার ও আমার পরিবারের খোঁজখবর নিয়েছেন।" তিনি আরও উল্লেখ করেন, "২০১৩ সালের ২৪ এপ্রিলের গণঅভ্যুত্থানে ছাত্রশিবিরের ভূমিকা ছিল সবচেয়ে বেশি।"

তবে, সন্তোষ শর্মা ইস্যুতে তিনি বলেন, "যে ব্যক্তি আমাকে ও অন্যান্য আলেমদের রিমান্ডে নির্যাতন করেছে, তাকে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো আমাদের জন্য কষ্টদায়ক।" তিনি দলটিকে পরামর্শ দিয়ে বলেন, "এই ব্যক্তি কখনোই আপনাদের পাশে থাকবে না। তাঁদের সঙ্গে সম্পর্ক রাখা আপনার দলের জন্য ক্ষতিকর হতে পারে।"

রফিকুল ইসলাম মাদানী জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দকে সতর্ক করে বলেন, "এই ব্যক্তির প্রভাবে আপনার দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে।" তিনি আরও বলেন, "যারা এই ধরনের সম্পর্ক সমর্থন করছেন, তাঁদেরকে এসব বন্ধ করার অনুরোধ জানাচ্ছি।"

এদিকে, বাংলাদেশ সরকার গত বছর আগস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞার পর, তাদের কোনো বক্তব্য প্রকাশ করা আইনত নিষিদ্ধ। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, "নিষিদ্ধ সংগঠনগুলোর কোনো বক্তব্য প্রকাশ করা যাবে না।" 

শিহাব

আরো পড়ুন  

×