ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি অনতিবিলম্বে বিলুপ্ত করা উচিত:নাসির

প্রকাশিত: ১৩:২৫, ২৪ এপ্রিল ২০২৫; আপডেট: ১৩:২৬, ২৪ এপ্রিল ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি অনতিবিলম্বে বিলুপ্ত করা উচিত:নাসির

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিদ্যমান প্ল্যাটফর্মটির আর কোনো প্রয়োজন নেই এবং এটি এখনই বিলুপ্ত করা উচিত এমন মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

সম্প্রতি এক টেলিভিশন টকশোতে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। তার বক্তব্য অনুযায়ী, এই প্ল্যাটফর্মটি বর্তমানে বিতর্কিত হয়ে উঠেছে এবং এর কার্যকারিতা এখন আর নেই।

নাসির উদ্দিন বলেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে নেতৃত্বে আমরা জুলাই এবং আগস্টে আন্দোলন করেছি, পাঁচ তারিখের পরে এই প্ল্যাটফর্মটিকে যেভাবে বিভিন্ন মানুষের লোভের কারণে বারবার বিতর্কিত করা হচ্ছে,তাতে আমরা মনে করছি, এই প্ল্যাটফর্মটির এখন আর কোনো দরকার নেই। এটি একটি অভিভাবকশূন্য অবস্থায় রয়েছে।"

নাটোরের ঘটনা টেনে তিনি আরও বলেন, "তারা যে বিবৃতি দিয়েছে, আপত্তিকরভাবে এটি তাদের জড়িত থাকার বিষয়ে আমাদের জড়ানোর চেষ্টা করেছে। আমরা সেটিও প্রত্যাখ্যান করছি। এবং আপনি দেখেছেন, যে দুইজন জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।"

নাসির উদ্দিন জোর দিয়ে বলেন, "এই প্ল্যাটফর্মটি অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই প্ল্যাটফর্মটি এখন আর কোনো প্রয়োজনীয়তা নেই। এটি অনতিবিলম্বে বিলুপ্ত করা উচিত, আমরা মনে করি।"

 

 


সূত্র:https://tinyurl.com/58z86bxn

আফরোজা

আরো পড়ুন  

×