
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এদেশে আওয়ামী লীগের অবস্থান থাকতে পারে না। আওয়ামী লীগের শেখ হাসিনাসহ তাদের সমস্ত নেতাকর্মী, প্রশাসনে তাদের দোসরদের বিচার হতে হবে। একে অপরকে আমরা দালাল বানাচ্ছি, এটা যেমন ঠিক না। আবার দালাল যে আছে, এটা অস্বীকার করা যাবে না। সুতরাং একে চিহ্নিত করে এদের হাত থেকে বেঁচে থাকতে হবে।'
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র ফোরামের উদ্যোগে 'বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র, সংস্কার ও বাস্তবতা' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, 'ইদানীং একটি গ্রুপ খুব চালু করছে, আপনারা যারা নাকি ফেসবুক দেখেন, কাজ করেন, তাদেরকে বলছি এর প্রতিবাদ করবেন...তারা বলার চেষ্টা করছে কী জানেন? বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছে। আরে ভাই কী কমু...১৭টা বছর এদের (আওয়ামী লীগ) যন্ত্রণায় পাগল হয়ে গেছি...পরিবার-পরিজনসহ অশান্তিতে ভুগেছি, অসুস্থ হয়ে পড়েছি, অকালে বৃদ্ধ হয়ে গেছি। বিএনপির অনেকের পরিবার ধ্বংস হয়ে গেছে এই আওয়ামী লীগের অত্যাচারে।
তিনি বলেন, 'নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করা হচ্ছে। আমি একটা কথা বলি, যেটা আমার নিজের কথা...এটা কিন্তু আমার দলের কথা না। ইংরেজিতে একটা কথা আছে—'হোপ ফর দ্য বেস্ট, থিংক ফর দ্য ওর্স্ট...ভালো কিছু আশা করো, খারাপ কিছু চিন্তা করো। আমি ভালো কিছু আশা করি। খারাপটা ভাবি এভাবে...সম্ভবত নির্বাচন খুব তাড়াতাড়ি উনারা (অন্তর্বর্তী সরকার) করবেন না। তার কোনো লক্ষণ আমি দেখি না।'
নির্বাচন নিয়ে সংশয়ের কারণ হিসেবে তিনি বলেন, ড. ইউনূস সাহেব বলেছেন, ডিসেম্বরে না হোক জুনে হবে...এই কথাটাই আপনাকে একটা বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। একবার বললেন ডিসেম্বর, আবার বললেন জুন। আমি শ্রদ্ধেয় ইউনূস সাহেবকে বলতে চাই, এটার জন্য আপনি দায়-দায়িত্ব বহন করেন না। আপনি ভোট ডিসেম্বর বলার পরপরই অন্য একজন বলে দিলো জুনে...পরে এটা আপনি এনডোর্স করলেন...এখানে সন্দেহ করার মতো যথেষ্ট যুক্তি আছে যে, এই নির্বাচনটা যেন না হয়।'
বিএনপির এই নেতা বলেন, কয়েকটা দল যা শুরু করছে...এইটা না হলে নির্বাচন হবে না, ওইটা না হলে নির্বাচন হবে না...যদি এগুলো হতে থাকে, তাহলে নির্বাচনটা কেমনে হবে ভাই। কেউ কেউ বলেই ফেলেছেন যে, আমরা নির্বাচনে যাব না। আরে ভাই, কয়েকদিন আগে হলে আপনারা নির্বাচনে গেলেই কী না গেলেই কী? আপনাদের চিনতো কে বাংলাদেশে? এখন আপনারা নির্বাচনে যাবেন না...ধমক দেন। কোনো লাভ নেই।
সজিব