ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ডিসেম্বর পর্যন্ত দেরি কেন, সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে নির্বাচন সম্ভব: ববি হাজ্জাজ

প্রকাশিত: ০৭:২৫, ২৪ এপ্রিল ২০২৫; আপডেট: ০৭:২৬, ২৪ এপ্রিল ২০২৫

ডিসেম্বর পর্যন্ত দেরি কেন, সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে নির্বাচন সম্ভব: ববি হাজ্জাজ

ছবি: সংগৃহীত

এবছরের (২০২৫) ডিসেম্বর পর্যন্ত দেরি না করে তার আগেই নির্বাচন দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিঁয়াজো কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। 

এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ‘বৈঠকের মূল লক্ষ্য ছিল, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন কীভাবে ভালোভাবে কাজ করতে পারি।’

তিনি আরও বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক হয়েছে। আমরাও কমিশনকে পরিষ্কারভাবে জানিয়েছি কোন কোন প্রস্তাবনার সঙ্গে আমরা একমত। একইভাবে অন্য দলগুলোও তাদের মতামত দিয়েছে।’ 

ববি হাজ্জাজ বলেন, ‘অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে পরের বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছে। বেশিরভাগ রাজনৈতিক দল এতে একমত হয়েছে। কিন্তু আমরা বিশ্বাস করি, ডিসেম্বরের আগেও, হয়তো সেপ্টেম্বর বা অক্টোবরে নির্বাচন দেওয়া সম্ভব।

ডিসেম্বর পর্যন্ত বিলম্ব করার কারণ নেই জানিয়ে তিনি বলেন, ‘যত শিগগিরই দেশে জনগণের ভোটের অধিকার ফিরে দেওয়া যাবে, তত দ্রুত জানতে পারবো জনগণ কোন সংস্কারগুলো চায়।’

 

সূত্র: https://www.youtube.com/watch?v=YtJP2mXkYBc

রাকিব

আরো পড়ুন  

×