
ছবিঃ সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন, "আমরা আরেকটি বড় দলকে বলতে চাই—আমরা আপনাদেরকে রাজনৈতিক বন্ধু হিসেবে মূল্যায়ন করি, আপনাদের বড় দল হিসেবে সম্মান করি; কিন্তু আওয়ামী লীগের বিষয়ে আপনারা এখনো কুসুম কুসুম বিরোধিতা করছেন।
বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে মশাল মিছিল এবং বিকেলে রাজধানীর উত্তরায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় জয়নাল আবেদীন শিশির তার বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন, আপনারা এখনো ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে অবস্থান নিচ্ছেন। আপনারা সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন। আমরা ওই বড় দলটিকে বলতে চাই, স্পষ্ট করে বলতে চাই—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আপনার প্রতি সম্মান রেখে বলছি, আওয়ামী লীগকে বাংলাদেশে আপনারা নিষিদ্ধ চান কিনা, এ বিষয়ে স্পষ্ট কথা জনগণের সামনে উপস্থাপন করুন, কোনো ধানাই পানাই করবেন না।
সবশেষে নিজেদের অবস্থান তুলে ধরে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছে। আপনি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।"
ইমরান