ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

আমরা অনেক সময় সত্যকে তুলে ধরতে পারি না: শফিকুর রহমান

প্রকাশিত: ০৩:০০, ২৪ এপ্রিল ২০২৫

আমরা অনেক সময় সত্যকে তুলে ধরতে পারি না: শফিকুর রহমান

ছবিঃ সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, “আমরা অনেক সময় সত্যকে সত্য হিসেবে তুলে ধরতে পারি না। আবার মিথ্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি না। এতে সমাজ ক্ষতিগ্রস্ত হয় এবং সেই ক্ষতির অংশীদার আমিও হই।”

সম্প্রতি এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “আমি আসলে আজকে মন ভরে শুনতে এসেছিলাম। আমি চেয়েছিলাম সবাই মিলে মন খুলে কথা বলি এবং নতুন করে একটু বুঝার চেষ্টা করি যে আমাদের দুর্বলতা কোথায় কোথায় আছে। সেই জায়গাগুলো চিহ্নিত করি আগামীর জন্য। এখান থেকে করণীয় নির্ধারণ করি। আমি আশ্বস্ত হয়েছি এবং মনে হয়েছে, যতটুকু সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কথা বলেছেন, তারা মন খুলে কথা বলেছেন। এটা আমার বিশ্বাস হয়েছে। আমি তাদেরকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। তারা কোনো রেকে-ডেকে কথা বলেননি। রেকে-ডেকে কথা বলার মধ্যে কোনো কল্যাণ নেই। মনের ভেতরে যা আছে, তা মুখে প্রকাশ করে দিতে হবে।”

তিনি আরও বলেন, “সাহস করে যদি আমরা সত্যকে সত্য বলি, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, তাহলেই এই সংস্কৃতির অবসান হবে। এখানে একটা চাপা কথা থাকে—বলার ইচ্ছা থাকলেও আমরা বলি না। একটা জিনিস রয়ে যায়—এইভাবে। কারা এগুলো করে, আমরা সবাই জানি। আমি অনুরোধ করব, যারা করে, তাদের নাম বলে দিন। আমি হলে আমার নামও বলে দেবেন। যতদিন না এটা বলতে পারবেন, ততদিন এই ‘কারাগুলো’ লুকোচুরি করবে আর আমাদের ক্ষতি করে যাবে। এই ক্ষতির সংস্কৃতি থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করেন—এই দোয়া করি।”

সবশেষে তিনি বলেন, “যারা অন্যকে সম্মান করতে পারে, তারাই প্রকৃত মানুষ। আর যারা সম্মানের কাঙাল হয়ে ফেরি করে বেড়ায়, তারা প্রকৃত মানুষ নয়। সম্মান চেয়ে নেওয়ার কোনো বিষয় নয়। সম্মান ও ভালোবাসা মানুষের হৃদয় থেকে বের হয়ে আসে। আর কারও কথায় ফুল ফুটলেই সম্মান এবং ভালোবাসা তৈরি হয় না। তাকে তার কাজ দিয়ে প্রমাণ করতে হয় যে, তিনি তার কথার উপরে সত্যবাদী।”

সূত্রঃ https://www.facebook.com/watch/?v=1056302113074472&rdid=SrayeX9VvMqE5v4t

ইমরান

×