
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাবি শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম বলেন, ‘যারা জুলাইয়ের বাংলাদেশে নব্য ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, তাদের জন্যও একই পরিণতি অপেক্ষা করছে’
বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদের অব্যাহতির সিদ্ধান্তের পরে সাদিক কায়েম তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ‘কুয়েট ভিসির মত স্বৈরাচারী ভিসিরা সম্মানিত হয় না, এদের বিদায় হয় চরম অপমানজনক পন্থায়।’
এছাড়া, ‘ছাত্র-জনতা বিজয়ী—আগামীতে যারাই স্বৈরাচারী হয়ে উঠবে, তাদেরকে এভাবেই রুখে দেওয়া হবে,’ বলে জানান এই ছাত্রশিবির নেতা।
রাকিব