
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অন্যান্য ছাত্রসংগঠন থেকে মৌলিকভাবে ভিন্ন বলে মন্তব্য করেছেন সংগঠনটির সহ-সভাপতি। তিনি বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করছে, যা অন্যান্য ছাত্রসংগঠনের থেকে আমাদের আলাদা করেছে।”
১৯৭৯ সালের ১ জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। তখন থেকেই স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনটি কাজ করছে।
ছাত্রদল সহ-সভাপতি বলেন, “প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যেই ছাত্রদল ডাকসু, রাকসুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছিল। এটি প্রমাণ করে যে আমরা শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করতে পেরেছিলাম।”
বর্তমান শিক্ষাঙ্গনের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “গত ১৬ বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এক ধরনের সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে ছাত্রলীগ। সাধারণ শিক্ষার্থীরা নির্যাতন, ধর্ষণ, খুন ও হত্যার শিকার হয়েছে। এসব ঘটনার বিরুদ্ধে বরাবরই ছাত্রদল প্রতিবাদ জানিয়েছে।”
তিনি আরও বলেন, “সিলেটের খাদিজা থেকে শুরু করে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত সব অন্যায় ও অপরাধের বিরুদ্ধে ছাত্রদল সোচ্চার থেকেছে। মাদক ও সন্ত্রাসবিরোধী আন্দোলনেও আমরা অগ্রণী ভূমিকা রেখেছি।”
বর্তমানে ছাত্রদলকে শিক্ষার্থীবান্ধব সংগঠনে পরিণত করার উদ্যোগ সম্পর্কে তিনি জানান, “আমরা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আমাদের সাংগঠনিক কাঠামো গড়ে তুলছি। একটি নিরাপদ ও সহনশীল ক্যাম্পাস গড়তে আমরা কাজ করে যাচ্ছি।”
সূত্রঃ https://www.facebook.com/watch/?v=690385220017084&rdid=EcKNWDEyCdgwuslu
ইমরান