
ছবি সংগৃহীত
আসন্ন জাতীয় নির্বাচন নির্ধারিত সময়সূচির (টাইমলাইন) মধ্যেই অনুষ্ঠিত হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। তবে ভোটে যাওয়ার আগে “মৌলিক সংস্কার” সম্পন্ন করা ও সাম্প্রতিক গণ‑অভ্যুত্থানে আহত‑নিহতদের হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছেন তিনি।
নূরুল ইসলাম বুলবুল বলেন, “প্রধান উপদেষ্টা যে টাইমলাইন ঘোষণা করেছেন, তার ভেতরেই নির্বাচন হওয়া দরকার। কিন্তু এর আগে নির্বাচন‑ব্যবস্থা, সংবিধান, জনপ্রশাসন এবং পুলিশ–আইনশৃঙ্খলা বাহিনীতে মৌলিক সংস্কার অপরিহার্য।”
জামায়াত নেতা আরও বলেন, সাম্প্রতিক গণ‑আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের প্রতি ন্যায়বিচার নিশ্চিতে অপরাধীদের দ্রুত বিচার করতে হবে। “সংস্কার ছাড়া নির্বাচনে গেলে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না,” যোগ করেন তিনি।
আশিক