
ছবিঃ সংগৃহীত
গত ৫ই আগস্টে আমাদের যে ছাত্র-জনতার অভ্যুত্থান ছিল, সে অভ্যুত্থান শুধুমাত্র একটি নির্বাচন করার জন্য ছিল না বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাবেদ রাসিন।
সম্প্রতি এসএ টিভির নিয়মিত অনুষ্ঠান ‘লেট এডিশন’ টকশোতে এসে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানের উপস্থাপক তাকে প্রশ্ন করেন, “এনসিপির যে দাবি বা যে বড় ধরনের পরিবর্তন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আপনারা বলছেন, সেখানে আর কী পরিবর্তন বা সংস্কার প্রয়োজন, যেটা আসলে বিএনপিরও আপত্তির জায়গা? আপনার কি মনে হয়, বিএনপি যে কথাগুলো বলছে, সেগুলো এখন যৌক্তিক?”
জবাবে জাবেদ রাসিন বলেন, “সংবিধান নিয়ে তো অনেক ধরনের খেলা হয়েছে এবং সংবিধানের যতগুলো সংশোধনী হয়েছে, তার বেশিরভাগই ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্যই করা হয়েছে। গত ৫ই আগস্টে আমাদের যে ছাত্র-জনতার অভ্যুত্থান হয়েছিল, সেটি শুধুমাত্র একটি নির্বাচন চাওয়ার অভ্যুত্থান ছিল না।”
তিনি আরও বলেন, “পাঁচ বছর পরপর বা যখন এক সরকার থেকে আরেক সরকারে ক্ষমতা হস্তান্তর হয়, তখন দেশে এক ধরনের গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়। প্রচুর হানাহানি, হতাহতের ঘটনা ঘটে, জানমালের ক্ষয়ক্ষতি হয়। বাংলার মানুষ এই পরিস্থিতি আর দেখতে চায় না। আর সেই কারণেই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের প্রয়োজন দেখা দিয়েছে। এই কারণেই আমরা সংস্কারের কথা বলছি—একটি এমন ব্যবস্থা গঠনের প্রয়োজন, যাতে আর কোনো হানাহানি না হয়, যেন এক সরকার থেকে আরেক সরকারে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর সম্ভব হয়।”
“আমরা চাই এমন একটি ব্যবস্থা, যেখানে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না—যে ফ্যাসিবাদ আমাদের সমাজে ছায়া বিস্তার করেছিল।”
তিনি বলেন, “আওয়ামী লীগ মানেই ফ্যাসিবাদ নয়, ফ্যাসিবাদ মানে একটি কাঠামো—যেটা আমাদের সংবিধানের মধ্যেই বিদ্যমান। আমরা সেই কাঠামো পরিবর্তনের কথা বলছি। ফ্যাসিবাদের এই কাঠামোর মাধ্যমে সংবিধান একজন ব্যক্তিকে বা প্রধানমন্ত্রীকে এমন ব্যাপক ক্ষমতা দিয়েছে, যার মাধ্যমে তার যদি খারাপ উদ্দেশ্য থাকে, তাহলে সে স্বৈরাচার হয়ে উঠতে পারে, ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে।”
জাবেদ রাসিন বলেন, “আমাদের দাবি, আন্দোলন এবং লক্ষ্য সবই এই জায়গায় কেন্দ্রীভূত। আমরা মনে করি, মানুষও আসলে এটা-ই চায়—আবার যেন নতুন করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী দেশের ক্ষমতা আকড়ে ধরে হানাহানি ও জানমালের ক্ষয়ক্ষতির রাজনীতি, অপরাজনীতি ফিরিয়ে না আনে। আমরা সেটাই চাই।”
সূত্রঃ https://www.facebook.com/watch/?v=708921558139097&rdid=u44PsRNspHVYNn5Y
ইমরান