
ছবিঃ সংগৃহীত
ক্ষমতা নয় জনগণের কল্যাণে কাজ করে জামায়াতে ইসলামী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। একটি বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি আর বলেন, জামায়াতে ইসলামকে আমরা দেখতে চাচ্ছি জনগণের খেদমতকারী একটি দল হিসেবে। বহু আগে আমাদের সাংগঠনিক কাজে ফেনীতে গিয়েছিলাম, সব বাড়িতে ঘুরেছিলাম।তখন সেখানের হিন্দুরা বলেছিলো প্রত্যেক জেলে পরিবারকে জামায়াত নেতা জাল কিনে দিয়েছিল।
আমি জিজ্ঞেস করলাম কিসের জন্য, বললো আমরা গরিব মানুষ তাই দেয়। বললাম যে, তাইলে ভোট দিবেন তাদের! বলে যে-না। তো জামায়াত আসলে ভোটের আশার জন্য না, জনসেবার জন্যই এই কাজগুলো করে।
রিফাত