
ছবি: সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নিলোফার চৌধুরী মনি এক টকশোতে বলেন, "সরকার নিজেই এখন চায় না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক।"
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি শুরুতে জোরালোভাবে বলা হলেও বর্তমানে সরকার নিজেই সে অবস্থান থেকে সরে এসেছে।
তিনি বলেন, “নিষিদ্ধ করার কথা বললেও এখন দেখা যাচ্ছে, সরকার বা অন্য রাজনৈতিক দলগুলোই তা চায় না। অথচ জামায়াতে ইসলামীর ক্ষেত্রে এক সময় সরকার কঠোর অবস্থান নিয়েছিল। একই রকমভাবে আওয়ামী লীগের ক্ষেত্রেও যদি সঠিক প্রক্রিয়ায় আইন প্রণয়ন হতো, তবে তা বাস্তবায়নযোগ্য হতো। কিন্তু কেবল নির্বাহী আদেশে কিছু নিষিদ্ধ ঘোষণা করে, পরে আবার সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হলে সেটির কোনো স্থায়িত্ব থাকে না।”
নিলোফার চৌধুরী মনি দাবি করেন, বিএনপি সবসময়ই স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাস করে। তাই তারা আগেভাগেই সংলাপে অংশগ্রহণের মাধ্যমে তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে।
তিনি জানান, জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে তৃতীয় দফা বৈঠকে বিএনপি ৬৯১টি সুপারিশের মধ্যে ৫০০টির বেশি সুপারিশে একমত হয়েছে। ৭৩টি সুপারিশে আপত্তি থাকলেও বাকি সুপারিশগুলো তারা পর্যবেক্ষণে রেখেছে।
ভিডিও দেখুন: https://youtu.be/8wE7sgnv1R8?si=xSTQbNK-bwwzXZz7
এম.কে.