
ছবিঃ সংগৃহীত
আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ও তাদের বিচারের দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মশাল মিছিল অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত এ সমাবেশে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার মন্তব্য করেন, ‘যারা আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের বিরোধিতা করবে, তারা নির্বাচনে জবাব পাবে।’
দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জরুরি বলে দাবি করেন বিক্ষোভকারীরা। এ সমাবেশে আরও বলা হয়, ‘একটা দলের মধ্যে এখনই নির্বাচনে কারচুপির ইচ্ছে জেগেছে। অনেক জায়গায় ভোটকেন্দ্র দখলের হুমকি দিচ্ছে।’
এ বিষয়ে আরও বলা হয়, ‘যারা আমাদের আইন-কানুন দেখাচ্ছেন, আইনমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট সকল অধিদপ্তরকে বলতে চাই, নিবাচনের আগে আওয়ামী লীগ প্রশ্নের সমাধানে আসেন।’ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া এ দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, বলেও দাবি করেন তারা।
এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপিকেও অবস্থান স্পষ্ট করতে আহ্বান জানান এনসিপি নেতারা।
সূত্রঃ https://youtu.be/t0e759Rmay4?si=6HiHDLMxdRtcxWlv
আরশি