ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

৩১ দফা বাস্তবায়ন করে নির্যাতনের প্রতিশোধ নিতে চাই: তারেক রহমান

প্রকাশিত: ২২:৫২, ২৩ এপ্রিল ২০২৫

৩১ দফা বাস্তবায়ন করে নির্যাতনের প্রতিশোধ নিতে চাই: তারেক রহমান

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার এবং তার পরিবারের ওপর হওয়া নিপীড়নের প্রতিশোধ কোনো জুলুমের মাধ্যমে নয়, বরং ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই নেওয়া হবে।

বুধবার (২৩ এপ্রিল) রংপুর, নীলফামারী ও সৈয়দপুরের বিএনপি নেতাদের সঙ্গে আয়োজিত এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল বিএনপির ৩১ দফা রূপরেখা তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দেওয়া।

তারেক রহমান বলেন, "আমার ওপর, আমার মায়ের ওপর যে অত্যাচার চালানো হয়েছে, আমার ভাইকে হত্যা করা হয়েছে—এই সব অন্যায়ের প্রতিশোধ হবে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে। আমরা কোনো জুলুমের জবাব জুলুম দিয়ে দিতে চাই না।"

তিনি আরও বলেন, “বিএনপির দায়িত্ব এখন জনগণকে ঐক্যবদ্ধ করে দেশ গড়ার পথে এগিয়ে নেওয়া। দেশের মানুষের আস্থা ও ভালোবাসা আমাদের প্রতি আছে, সেটা ধরে রাখতে হবে।”

তিনি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান, যেন তাঁরা তৃণমূল পর্যন্ত ৩১ দফা ছড়িয়ে দেন এবং জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত এ বিষয়ে কাজ করেন।

বেকারত্ব ও অর্থনৈতিক পরিকল্পনা

তারেক রহমান কর্মসংস্থান প্রসঙ্গে বলেন, দেশে প্রায় ৩ কোটি নারী-পুরুষ বেকার। এত বিশাল জনগোষ্ঠীকে কর্মহীন রেখে দেশের অগ্রগতি সম্ভব নয়। এজন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের জন্য ভাতা এবং তরুণদের উদ্যোক্তা হতে সহায়তা করা হবে।

উদ্যোক্তা উন্নয়ন ও রপ্তানি পরিকল্পনা

তিনি বলেন, “উদ্যোক্তাদের পাশে থাকবে বিএনপি। তাদের তৈরি পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ তৈরি করা হবে। এতে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ সম্মান অর্জন করবে।”

সমাজের সব স্তরের অংশগ্রহণ নিশ্চিতের প্রতিশ্রুতি

তারেক রহমান জানান, রাজনীতির বাইরের শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার যারা সমাজ উন্নয়নে অবদান রাখতে চান, বিএনপি তাদেরও জায়গা করে দেবে।

জাতীয় ঐক্য এবং ধর্মীয় সম্প্রীতি

জাতিকে ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, "ধর্ম নয়, আমরা সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করব। সব ধর্মের মানুষের সম্প্রীতির দেশ গড়তে হবে।"

শেষে তিনি বলেন, “গত ১৫ বছরে স্বৈরাচার সরকার জনগণকে বিভক্ত করে রেখেছে। এখন সময় মতপার্থক্য ভুলে জাতিকে ঐক্যবদ্ধ করে দেশের উন্নয়নে এগিয়ে যাওয়ার।”

আসিফ

×