
ছবি: সংগৃহীত।
“আমরা ইনক্লুসিভ পলিটিক্সে বিশ্বাস করি, যেখানে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তির মধ্যে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধাবোধ থাকবে”—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন সম্প্রতি একটি বেসরকারি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন।
সাক্ষাৎকারে ড. আমিন বলেন, “বিএনপি এই দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল। আমাদের রোলটা গার্ডিয়ানশিপের, এবং সে দায়িত্ববোধ থেকেই আমরা চাই একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে উঠুক।”
তিনি সাবেক এক উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে বলেন, “একজন সাবেক উপদেষ্টা যিনি অন্তর্বর্তী সরকারের অংশ ছিলেন, তিনি সেখান থেকে বেরিয়ে এসে নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে যান—এর মানে দাঁড়ায়, তিনি অন্তর্বর্তী সরকারের সদস্য থাকা অবস্থায়ই নতুন দল গঠনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এটা তো গ্রহণযোগ্য নয়।”
বর্তমান প্রশাসন নিয়ে কিছু রাজনৈতিক দল যে পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে, সে প্রসঙ্গে ড. মাহদী বলেন, “যদি কেউ দাবি করেন যে প্রশাসনে বিএনপির প্রভাব আছে, তাহলে সেটাই তো বড় মিথ্যা। বাস্তবতা হচ্ছে, গত ১৬ বছরে শেখ হাসিনার সবচেয়ে বড় সমালোচনা এসেছে প্রশাসনের দলীয়করণ নিয়ে।”
তিনি আরো বলেন, “যদি অন্তর্বর্তী সরকারের ক্যাপাসিটি বা কমিটমেন্ট নিয়ে প্রশ্ন উঠে, তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়াটা আরও জরুরি হয়ে দাঁড়ায়। কারণ দেশের প্রয়োজন একটি সক্ষম ও প্রতিশ্রুতিশীল সরকার।”
ড. মাহদী আমিন তার বক্তব্যের শেষে বলেন, “এই সরকারের সফলতা মানেই বাংলাদেশের সফলতা। বিভাজন নয়, ঐক্যই হবে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সফল করার একমাত্র পথ।”
নুসরাত