
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, যারা এত বড় গণহত্যা করেছে, তাদের নির্বাচনে অংশগ্রহণের অধিকার নেই।
আজ বুধবার বিকেলে রাজধানীর উত্তরায় আওয়ামী লীগের বিচারের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সংস্কারের আগে নির্বাচন না দেওয়ার দাবি জানান।
সারজিস আলম বলেন, "আগামী নির্বাচনে অংশ নেওয়ার স্পর্ধা দেখালে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা তাদের বিরুদ্ধে দাঁড়াবে।" তিনি আরও বলেন, "আগামী নির্বাচনের আগে খুনি হাসিনার বিচার দেখতে চাই।"
তিনি অভিযোগ করেন, "খুনি হাসিনার দোসররা ফিরে আসার চেষ্টা করছে। অনেকেই 'খুনি' শব্দ মুছে ফেলার চেষ্টা করছে। হাসিনাকে যারা 'খুনি হাসিনা' হতে সাহায্য করেছে, তাদের বিচার ব্যতীত নির্বাচন নয়।"
শিহাব