ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

দেশের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে: নিপুন রায় 

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৬, ২৩ এপ্রিল ২০২৫

দেশের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে: নিপুন রায় 

বিএনপির কর্মীসভা

দেশের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দেশে জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, নিপুন রায় চৌধুরী। আজ (২৩ এপ্রিল) বুধবার বিকেলে জিনজিরা ইউনিয়ন বিএনপির কর্মীসভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণ এখনও তাদের ভোটের অধিকার ফিরে পায়নি। এখন সময় এসেছে জণগণের মৌলিক ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার। দেশের জনগণ ভোট দিতে প্রস্তুত তাই দেরি না করে জনগণের আসা আকাঙ্খা পূরণে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে জনগণের পছন্দের প্রতিনিধিকে বেছে নেবে।

জিনজিরা ইউনিয়ন বিএনপি সভাপতি, হাজী মোকাররম হোসেন সাজ্জাদের সভাপতিত্বে, কর্মী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলার বিএনপির প্রবীণ নেতা, নাজিম উদ্দিন মাস্টার, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজ্জাদ্দেদ আলী বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক  সিরাজুল ইসলাম,  বিএনপি নেতা ঈশা খা প্রমুখ।

সায়মা ইসলাম

×