
ছবি: সংগৃহীত
একই ব্যক্তি দলের প্রধান এবং সরকারপ্রধান হতে পারবেন না—এই নীতিগত সংস্কার নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। ডিবিসি নিউজের এক অনুষ্ঠানে তিনি বলেন, বিষয়টি সময়সাপেক্ষ এবং ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য হলেও, এর মূল ভিত্তি হওয়া উচিত দক্ষতা, জবাবদিহিতা ও গণতন্ত্র।
তিনি বলেন, “এই মুহূর্তে বাংলাদেশকে ইউনাইটেড কিংডম বানানো সম্ভব নয়। আমাদের দেশের মেধা, মনন, প্রস্তুতি সবদিক থেকে একটা প্রস্তুতির মধ্যেই যেতে হবে। আমরা ধাপে ধাপে এগোতে চাই।”
সালাম মনে করেন, এক ব্যক্তিকে ক্ষমতা থেকে সরানোই আসল সমাধান নয়, বরং আইনের শাসন, জবাবদিহিতা এবং সঠিক প্রক্রিয়া প্রতিষ্ঠা করাটাই মূল চাবিকাঠি। “আপনার যদি ক্যাপাসিটি থাকে, আপনি অপরাধ না করেন, তাহলে কেন এক্সপার্টকে বাদ দিয়ে থার্ড চয়েসে যাবো?” — বলেন তিনি।
বিএনপি ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, কেউ যেন পরপর দুইবারের বেশি রাষ্ট্রক্ষমতায় না থাকতে পারে। এ প্রসঙ্গে সালাম বলেন, “তিনবার হলে সেটা এক ধরনের একনায়কতন্ত্রের দিকে নিয়ে যায়। তাই নিয়মের মধ্যে থেকেই পরিবর্তন আনতে হবে।”
তিনি শেখ হাসিনার শাসনামল প্রসঙ্গে বলেন, “তিনি কোনো গণতন্ত্র মানেন না, সংবিধান মানেন না, নিজেকে সব বিষয়ের একমাত্র সিদ্ধান্তদাতা বানিয়ে ফেলেছেন। সে চায়ের দোকানও জানে, ফরেন পলিসি কি হবে সেটাও সে জানে, রেসিপিও জানে। সে বলে বেগুন দরকার নাই। ওই কুমড়া দিয়ে বেগুন খাইতে বলছে।" এটা তো এক ধরনের একনায়কতন্ত্র।”
সূত্র: https://www.youtube.com/watch?v=9E2CkuvYj5A
আবীর