
বিপ্লব ব্যাহত হতে পারে এনসিপির দায়িত্ব-জ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।
মঙ্গলবার (২২ এপ্রিল) বেসরকারি একটি টিভি চ্যানেলের টকশোতে তিনি এ মন্তব্য করেন।
হাসান মামুন বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নেতা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যা করা হয়েছে। আমি হত্যার নিন্দা জানানোর পাশাপাশি অবিলম্বে খুনিদেরকে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। এবং জাতীয়তাবাদী ছাত্রদলের অভিযোগের তীর যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংশ্লিষ্টতার দিকে সুতরাং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদলসহ ছাত্র সমাজকে আস্থায় নিয়ে আসা যে খুনের সঙ্গে তারা যুক্ত নয় এবং কিভাবে তারা যুক্ত নয় সেটি জাতির সামনে তুলে ধরা।
তিনি বলেন, এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি তাদের একটি ঐতিহাসিক দায়িত্ব আছে কারণ ২৪ এর গণঅভ্যুত্থানে তারা নেতৃত্বে ছিল এবং তাদের নেতৃত্বে গোটা জাতীয় ঐক্যবদ্ধ হয়েছে। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদিও তারপরে এনসিপি তাদের একটি রাজনৈতিক সংস্করণ কিন্তু মূল সংগঠন ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যাদের পিছনে ডান বাম মধ্যমপনপন্থী ঐক্যবদ্ধ ছিল এবং গোটা জাতি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিল তাদের বিজয়ের জন্য। এবং সেই রক্তের স্রোতের ধারাবাহিকতায় বিজয় অর্জিত হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে। অনেকেই গণঅভ্যুত্থানকে বিপ্লব বলছেন এবং সে বিপ্লব ব্যাহত হতে পারে এই এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে।