
ছবি: সংগৃহীত
বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও সাবেক ছাত্রনেতা মোশাররফ আহমেদ ঠাকুর বলেছেন, ছাত্রলীগের অপভ্রংশ, ছাত্রশিবিরের অংশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাঝ থেকে হয়তো ছিটেফোঁটা দুই-একজন নিয়ে এনসিপি গড়ে উঠেছে।
একটি বেসরকারি টেলিভিশন আয়োজিত টকশো অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিয়ে তিনি এমন মন্তব্য করেন।
মোশাররফ আহমেদ ঠাকুর বলেন, “এনসিপি মূলত গড়ে উঠেছে ছাত্রলীগের একটা অপভ্রংশ নিয়ে, যারা ‘বঙ্গবন্ধু’ ‘বঙ্গবন্ধু’ করে মুখে ফেনা তুলেছে। এখন ‘বঙ্গবন্ধু’ হচ্ছে খারাপ, এটা বক্তৃতা করছে। এই একটা অংশ। আরেকটা অংশ হচ্ছে হচ্ছে শিবির, আরেকটা অংশ হচ্ছে আন্দোলনের মাঝ থেকে হয়তো ছিটেফোঁটা দুই-একজন।”
টকশো অনুষ্ঠানে আগামী জাতীয় নির্বাচনের সময় প্রসঙ্গে, ১৯৬৯ এবং ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের পরপরই দেশে নির্বাচন হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এই নির্বাচনগুলোর মধ্য দিয়ে দেশের মানুষের প্রত্যাশিত সরকার প্রতিষ্ঠা হয়েছিল এবং এর মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়েছে।’
এছাড়া, ‘শুধুমাত্র কিছু ফাঁকা বুলি, কিছু ফাঁকা তত্ত্ব, যার প্রয়োগ হয়নি, আলোচনা হয়নি, চর্চা হয়নি, এরকম তত্ত্ব নিয়ে বাংলাদেশকে গিনিপিগ বানানোর কোনো সুযোগ নেই’, বলে জানান মোশাররফ আহমেদ ঠাকুর।
সূত্র: https://www.youtube.com/watch?v=7PtBwluUwxI
রাকিব