
ছবি: সংগৃহীত
নরসিংদীতে প্রবাসফেরত ভাইকে দেখতে এসে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি সদস্য আমির হোসেন সরকার (৩০)। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের আলোকবালী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আমির হোসেন সরকার আলোকবালী গ্রামের আবদুল হক মিয়ার ছেলে এবং আলোকবালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের সঙ্গে বিরোধের জেরে তিনি আত্মগোপনে ছিলেন। পরিবার জানায়, গত ৫ আগস্ট থেকে তিনি এলাকার বাইরে ছিলেন এবং মঙ্গলবার গোপনে বাড়িতে আসেন প্রবাসফেরত বড় ভাই রফিকুল ইসলামকে দেখতে। রফিকুল ৯ বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফেরেন।
নিহতের ভাই সোহরাব মিয়া জানান, সোমবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রফিকুলকে বাসায় নিয়ে আসেন আমির। পরদিন মঙ্গলবার দুপুরে বাড়ির অদূরে দুই ভাইকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। এ সময় স্থানীয় বিএনপি নেতা জব্বার, তার সহযোগী তারা মিয়া, আমিরুল, আলী, জিহাদ ও খোকন মিয়াসহ ১০-১২ জন সেখানে উপস্থিত ছিলেন বলে অভিযোগ করেন তিনি।
পরিবারের সদস্যরা জানান, আহত আমিরকে দ্রুত স্পিডবোটে করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতা জব্বারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
নরসিংদী সদর থানার ওসি মো. এমদাদুল হক জানান, পূর্ব বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় তদন্ত চলছে।
এম.কে.