ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ফেসবুক পোস্টে বিএনপি নেতা ইশরাক হোসেন

‘বহু ভাইদের তুলনায় তেমন কোনো রক্তই ঝরেনি, হইনি পঙ্গু, অন্ধ অথবা শহীদ’

প্রকাশিত: ০০:৫১, ২৩ এপ্রিল ২০২৫; আপডেট: ০০:৫২, ২৩ এপ্রিল ২০২৫

‘বহু ভাইদের তুলনায় তেমন কোনো রক্তই ঝরেনি, হইনি পঙ্গু, অন্ধ অথবা শহীদ’

ছবি: সংগৃহীত

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইশরাক হোসেন গতকাল (২২ এপ্রিল) মঙ্গলবার ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের আহত অবস্থার একটি ছবি পোস্ট করেছেন।

বিএনপি নেতা ইশরাক হোসেনের আপলোড করা ওই ছবিটি দেখা যায়, তার কপাল থেকে গাল বেয়ে রক্ত ঝরছে। এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘অল্প কিছু ঝরলেও বহু ভাইদের তুলনায় তেমন কোনো রক্তই ঝরেনি, হইনি পঙ্গু, অন্ধ অথবা শহীদ’।

ছবি: ইশরাক হোসেনের ফেসবুক পেজ থেকে নেওয়া স্ক্রিনশট

ইশরাক আরও লেখেন, ‘মনে পড়ে রাজপথের সেই সোনালি দিনগুলি। প্রায়ই মনে হয় আরও বেশি দেয়ার ছিলো। জীবন যেখানেই নিয়ে যাক না কেন, বারবার রাজপথেই ফিরে আসবো, হয় শান্তির বার্তা নিয়ে অথবা জনগণের অধিকারের সংগ্রাম করতে। রাজপথেই হবে অন্তিম ঠিকানা, ইনশাআল্লাহ।

 

সূত্র: https://www.facebook.com/share/1AK1JnhbM1/

আরো পড়ুন  

×