
ছবিঃ সংগৃহীত
নতুন রাজনৈতিক দল খুলেছেন ডেসটিনির মোহাম্মদ রফিকুল আমীন। বাংলাদেশ আ-আম জনতা পার্টি দলটির আহ্বায়ক হয়েছেন তিনি।
সম্প্রতি বেসরকারি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেন, যেদিন হাসিনা পালিয়ে গেল, তার পরের দিন থেকে ৯ তারিখ পর্যন্ত ঢাকা জেল খালি হয়ে গেছে। মানুষ সারাদিন রাত ছেড়ে দিছে। আমি জিজ্ঞেস করলাম এত মানুষের জামিন কীভাবে হলো, বললো জামিন হয় নাই। এগুলো রাজনৈতিক বিবেচনায় ছেড়ে দেয়া হয়েছে।
তিনি বলেন, আমি তখন জেল সুপারের কাছে গেলাম বলার জন্য যে, আমি এত বছর আটকা আছি আমাকেও ছাড়েন। বললো, আপনি তো কোন রাজনৈতিক দল করেন না। আপনি যদি হরকাতুল জিহাদ বা আনসারুল্লাহ বাংলা টিমও করতেন তাও আপনাকে আমি ছেড়ে দিতাম। রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেই জেল কর্তৃপক্ষ ছেড়ে দিছে।
তাই আমার এই রাজনৈতিক মঞ্চ হচ্ছে আমার মাধ্যম। যে মাধ্যমে আমি আমার ন্যায়বিচারের কথা, জুলুমের কথা সবার কাছে পৌছাবো যে রাষ্ট্র শাসক থাকবে তার কাছে।
রিফাত