ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সংস্কার ছাড়া আমরাও নির্বাচন চাই না: নুরুল হক নুর

প্রকাশিত: ০০:১২, ২৩ এপ্রিল ২০২৫

সংস্কার ছাড়া আমরাও নির্বাচন চাই না: নুরুল হক নুর

ছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণকে স্বস্তি দেওয়া জরুরি। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, শুধুমাত্র নির্বাচনের জন্য নির্বাচন নয়, প্রয়োজন পূর্বে রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গণ অধিকার পরিষদের নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি রতন হাজীর মৃত্যুতে আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

নুর বলেন, “সংস্কার ছাড়া আমরাও নির্বাচন চাই না। এই সরকারের দুটি প্রধান কাজ হলো—প্রথমত, রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোর সংস্কার; দ্বিতীয়ত, অতীতের গণহত্যার সুষ্ঠু বিচার। আমরা পরিষ্কার করে বলছি, সংস্কার ও বিচার—এই দুটি প্রক্রিয়া সমান্তরালভাবে চলতে হবে।”

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার উদ্যোগে গঠিত জাতীয় ঐক্য কমিশন বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং একটি জাতীয় ঐক্যে পৌঁছানোর চেষ্টা করছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বলেছি, সকল রাজনৈতিক দলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা যেতে পারে। রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে প্রাথমিক কিছু সংস্কার সম্ভব। তবে প্রশাসনের জন্য যদি কোনো নতুন বিধি-বিধান প্রণয়ন না করা হয়, তাহলে সেই প্রশাসন আগের মতোই কাজ করে যাবে— যা সমস্যার সমাধান নয়।”

দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ওয়াহিদির রহমান মিল্কি। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মুখপাত্র ফারুক হাসান, নারায়ণগঞ্জ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মহিবুল্লাহসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

এম.কে.

আরো পড়ুন  

×