ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

আওয়ামী মুক্ত করার নামে প্রশাসনকে বৃদ্ধ পুনর্বাসন কেন্দ্রে পরিণত করা হচ্ছে: মাসুদ কামাল

প্রকাশিত: ২২:৩৬, ২২ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:৩৭, ২২ এপ্রিল ২০২৫

আওয়ামী মুক্ত করার নামে প্রশাসনকে বৃদ্ধ পুনর্বাসন কেন্দ্রে পরিণত করা হচ্ছে: মাসুদ কামাল

ছবি: সংগৃহীত

চ্যানেল আই-এর এক সাম্প্রতিক টকশোতে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে তীব্র সমালোচনা করেছেন প্রখ্যাত সাংবাদিক মাসুদ কামাল। বর্তমান সরকারের বিভিন্ন পদে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের চুক্তিভিত্তিক পুনর্বিন্যাসের বিষয়ে মতামত জানতে চাওয়া হলে তিনি একে "ভয়ংকর প্রবণতা" হিসেবে আখ্যায়িত করেন।

মাসুদ কামাল বলেন, "এধরনের কাজ একেবারেই ঠিক নয়। এবার যেভাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে, সেটা আরও ভয়ংকর। কারণ এদের অনেকেই বিএনপি আমলে অবসর নিয়েছেন বা কোনোভাবে বঞ্চিত হয়েছিলেন।"

তিনি আরো বলেন, "১৫ বছর আগে অবসরে যাওয়া মানুষকে আবার চুক্তিভিত্তিক এনে বসানো কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। একটা মানুষ যখন আর দেওয়ার মতো কিছু রাখে না, তখনই সে অবসরে যায়।"

এই ধরনের নিয়োগ প্রশাসনের দক্ষতা ও গতি ব্যাহত করবে বলেও মনে করেন মাসুদ কামাল। তার মতে, "এভাবে প্রশাসনকে আওয়ামী মুক্ত করার নামে একে বৃদ্ধ পুনর্বাসন কেন্দ্রে পরিণত করা হচ্ছে। এটা প্রশাসনকে স্থবির করে দেবে।"

সূত্র: https://www.facebook.com/share/v/19USQ5Sp9B/

আসিফ

×