
ছবি: সংগৃহীত।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব সামান্তা শারমিন আওয়ামী লীগকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টেরোরিস্ট দল বলে মন্তব্য করেছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
টক শোতে সামান্তা শারমিন বলেন, “আওয়ামী লীগের মতো সরাসরি ফ্যাসিলিটেশনের মাধ্যমে সন্ত্রাস ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার নজির বাংলাদেশে আর নেই। এ কারণেই দেশে নজিরবিহীন ছাত্র-জনতার অভ্যুত্থান ঘটেছে।”
আওয়ামী লীগের ওপর আইনের প্রয়োগ প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল—এই ব্যাপারে দেশের কোনো রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ নেই। আমি অন্তত কাউকে দেখিনি এই বিষয়ে দ্বিমত পোষণ করতে। তবে, আওয়ামী লীগকে কীভাবে অপসারণ করা উচিত, সেই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য রয়েছে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের বিচার হওয়া উচিত—এই দাবিতেও রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত বিদ্যমান।”
সূত্র: https://web.facebook.com/watch/?v=1023185389207544&rdid=8VtvcYAUGynTU1nq
সায়মা ইসলাম