
আওয়ামী লীগ বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার অস্তিত্বে বিশ্বাস করে না— এমনই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির। তার দাবি, আওয়ামী লীগ ‘অখণ্ড ভারত’ চায় এবং ভারতের মদদেই দেশে নতুন করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।
"আওয়ামী লীগ ভারতের মদদে আবার দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু আমরা রাজপথেই ভারতের এই ষড়যন্ত্র মোকাবিলা করব।"
তিনি বলেন, আওয়ামী লীগকে কিছুদিন মনোযোগে রাখার ফলে তারা নিস্ক্রিয় হয়ে পড়েছিল, আর এখন মনোযোগ সরাতেই তারা সাহস পাচ্ছে।
“আমরা ৩ আগস্ট, ৪ আগস্ট, ৫ আগস্ট আওয়ামী লীগের দিকে মনোযোগ দিয়েছিলাম— তাতেই তারা নাই হয়ে গিয়েছিল। এখন একটু দৃষ্টি সরাতেই তারা মাথা তুলছে।”
সরকারকে হুঁশিয়ারি দিয়ে শিশির বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, না হলে জনগণ নিজেরাই ব্যবস্থা নেবে।
“আপনারা যদি আওয়ামী লীগকে আমাদের গণধোলাই থেকে বাঁচাতে চান, তাহলে আইন করে নিষিদ্ধ করুন। না হলে জনগণ আইন নিজের হাতে তুলে নেবে।”
তিনি আরও অভিযোগ করেন, একটি বড় দল আওয়ামী লীগের পক্ষ নিচ্ছে— কখনও ‘জুলাই বিপ্লব’, কখনও ‘ছাত্র আন্দোলন’ বলে জনগণকে বিভ্রান্ত করছে।
“আপনারা আওয়ামী লীগের মতো আচরণ করলে, আমরাও রাজপথে আপনাদের প্রতিহত করব।”
এসএফ