ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজন প্রশাসনিক সংস্কার: মাহমুদুর রহমান

প্রকাশিত: ২১:০৭, ২২ এপ্রিল ২০২৫

নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজন প্রশাসনিক সংস্কার: মাহমুদুর রহমান

ফাইল ছবি

আমরা এমন একটি নির্বাচন চাই, যা রাজনৈতিকভাবে সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। 

তিনি বলেন, টানা তিনটি মেয়াদে এমন গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। তাই আগামী নির্বাচন যাতে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়, তার জন্য এখনই পদক্ষেপ নিতে হবে।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, নির্বাচনকে নিরপেক্ষ করতে হলে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ প্রশাসনে সংস্কার আনতে হবে—এটা কি এক থেকে দেড় বছর সময়ের কাজ? সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি।

তিনি আরও বলেন, শুধু পুলিশ নয়, সিভিল প্রশাসন, নির্বাচন কমিশন—সবারই উচিত নিজেদের অবস্থান এমন জায়গায় নিয়ে যাওয়া, যেখানে নিরপেক্ষতা নিশ্চিত করা যায়। এই সংস্থাগুলোর সম্মিলিত দক্ষতা এবং নিরপেক্ষতা ছাড়া সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

 

এসএফ 

আরো পড়ুন  

×