ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বাউফলে সব দলের ভোট পাবেন ড.শফিকুল ইসলাম মাসুদ!

উপকূলীয় প্রতিনিধি, বরিশাল ও নিজস্ব সংবাদদাতা, বাউফল

প্রকাশিত: ২০:৪৯, ২২ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:৫৪, ২২ এপ্রিল ২০২৫

বাউফলে সব দলের ভোট পাবেন ড.শফিকুল ইসলাম মাসুদ!

ছবি: জনকণ্ঠ

বাউফল ফাউন্ডেশন ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “বাউফলে বিগত ১৫ বছর আমি বিএনপিসহ দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছি।”

মঙ্গলবার (২২ এপ্রিল) একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

তিনি বলেন, “বাউফলে আমাকে নিয়ে অস্বস্তিতে আছেন তারাই, যারা চাঁদাবাজি, দখলবাজির সাথে জড়িত। তারা হয়তো মনে করেন, জামায়াতের ড. শফিকুল ইসলাম মাসুদ যদি বাউফলে আসেন, তাহলে তাদের অসৎ উদ্দেশ্য আর সফল হবে না।”

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আমি দলমত নির্বিশেষে সকলের কল্যাণ কামনা করি। আমি প্রতিযোগিতায় বিশ্বাস করি, প্রতিহিংসায় বিশ্বাস করি না। আমি বাউফলে রাজনীতি করি না, আমি রাজনীতি করি ঢাকায়। আর এটা বলছি এই কারণে যে, বাউফলবাসীকে আমি একটি আদর্শ পরিবার হিসেবে গড়ে তুলতে চাই।”

বাউফলের বিএনপি নেতাদের বিষয়ে জামায়াতের এই কেন্দ্রীয় নেতা বলেন, “বাউফলের অনেক বিএনপি নেতা আছেন, যাদের সঙ্গে আমার ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্ক রয়েছে। তারা আমাকে আশ্বস্ত করেছেন এই বলে যে, ‘মাসুদ ভাই, আমি একটা দল করি বলে আপনার জন্য প্রকাশ্যে মাঠে নেমে কাজ করতে পারছি না। কিন্তু আমার পরিবারের ভোটটা দিয়ে আমি সত্যের পক্ষে অবস্থান নিতে চাই। এই নিশ্চয়তাটুকু আপনাকে দিলাম। কারণ আমি যে দলই করি না কেন, আমি একটা সুন্দর বাউফল চাই। আমি একটা চাঁদাবাজমুক্ত বাউফল চাই।’”

সম্প্রতি ‘জামায়াত নেতা ড. মাসুদকে নিয়ে অস্বস্তিতে বাউফল বিএনপি’ শিরোনামে দৈনিক জনকণ্ঠে একটি সংবাদ প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি ভাইরাল হয়। এ নিয়েও কথা বলেছেন ড. মাসুদ।

তিনি বলেন, “অস্বস্তিতে আছে ওই অংশটুকু, যাদের মাথায় নেতিবাচক কিছু চলছে। তা না হলে স্বস্তিতে থাকা উচিত পুরো বাউফলবাসীর। কেননা আমরা একটা আদর্শ ও সমৃদ্ধ বাউফল দেখতে চাই। আমরা সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত একটা বাউফল গড়তে কাজ করছি। সেই জায়গা থেকে আমাদের ইতিবাচক কাজগুলোকে যারা বাধা মনে করে, তাদেরই কেবল অস্বস্তি হতে পারে।”

ইসলামী ছাত্রশিবিরের দুই দফায় সাবেক কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করা এই নেতা বলেন, “আমি সব সময় বলে আসছি, বাউফলবাসী একটা পরিবার। বাউফলে আগামী দিনে কোনো একজন এমপি হবে না—বাউফলে আগামী দিনে একজন সেবক হবে, একজন খাদেম হবে, যিনি সাড়ে ৪ লাখ মানুষের খেদমত করবেন।”

এম.কে.

আরো পড়ুন  

×