ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বিএনপি ঘোষিত ৩১ দফা ঘরে ঘরে পৌছাতে হবে: তারেক রহমান

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম

প্রকাশিত: ২০:৪৬, ২২ এপ্রিল ২০২৫

বিএনপি ঘোষিত ৩১ দফা ঘরে ঘরে পৌছাতে হবে: তারেক রহমান

ছবি: সংগৃহীত

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌছাতে হবে। এ দায়িত্ব নিতে হবে জেলা ও উপজেলা বিএনপি নেতাকর্মীদের।

তিনি বলেন, আমরা সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়ন করবো। আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে ৩১দফা বাস্তবায়ন করবো। কেন না আমরা দেশের ২০ কোটি, মানুষের সাথে কমিটমেন্ট করেছি। আমাদের সফলতা অর্জন করতে হলে এখনও অনেক পরিশ্রম করতে হবে। আপনাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। যেকোন মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা জন সমর্থন বিরোধী কাজ করবে তাদের সরিয়ে দিতে হবে। তানাহলে আমাদের অর্জন বৃথা হয়ে যাবে। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার বিকাল ৪ টা ২৫ মিনিট ভার্চুয়ালী কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃত্তি প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়ে এসব কথা বলেন।

তিনি বলেন দেশের জন্য ,মানুষের জন্য দেশের মানুষের স্বার্থে দেশের ভালো কিছুর জন্য কেউ কোন ভালো প্রস্তাব নিয়ে আসলে আমরা তা গ্রহন করবো। এ কারনেই ৩১ দফা প্রত্যেকের কাছে পৌছে দিতে হবে। এই দেশের শুধু বেকার সমস্যা নয় সারা পৃথিবীতেই এই সমস্যা। আমরা সরকারে এলে নতুন নতুন কর্মসংস্থানের মাধ্যমে বেকার সমস্যা সমাধান করবো। এ দেশ ২০ কোটি মানুষে দেশ। এই কোটি মানুষের দেশে কোন কর্মসূচি বাস্তবায়ন করতে গেলে আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে পদক্ষেপ গ্রহন করতে হবে।

নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন একজন রাজিৈতক কর্মী হিসাবে আজকে আমি ৩১ দফা আপনাদের কাছে পৌছে দিয়ে আমার দায়িত্ব পালন করতে আমি সক্ষম হয়েছি। এখন এ দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা এলাকায় গ্রামে গ্রামে ই্উনিয়নে ইউনিয়নে ঘরে ঘরে মানুষের কাছে দোড় গোড়ায় পৌছে দিবেন। ভিন্ন ধর্মের ভিন্ন বর্ণের মানুষ বলতে কিছু নেই আমরা সবাই বাংলাদেশী। একই দলের হউক অন্য দলের হউক প্রত্যেকের পরিচয় আমরা বাংলাদেশী। প্রত্যেকটি মানুষের আমাদের সমর্থন প্রয়োজন। আমরা যদি প্রত্যেক মানুষের কাছে সমর্থন অজর্নে সক্ষম হই তাহলে শক্তিশালী হবে আমাদের ৩১ দফার কর্মসূচী। এর আগে তিনি ভার্চুয়ালী প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয়া নেতাকর্মী প্রশ্ন ও প্রস্তাবনা শুনে সন্ধ্যা ৭টা পর্যন্ত উত্তর দেন। অপরদিকে সোমবার সকাল সাড়ে ১০ শহরের আলমাস কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি'র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃত্তি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জমান দুদু।

প্রশিক্ষণ কর্মশালায় আরো ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, বিএনপি'র সদস্য আকরামুল হাসান মিন্টু ও ড. মাহাদী আমিনসহ, কৃষক দলের যুগ্ম সাধারষণ সম্পাদক মাহমুদা হাবিবা,সদস্য সচীব সোহেল হোসাইন কায়কোবাদ,সিনিয়র যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম বেবু,অধ্যাপক হাসিবুর রহমান হাসিব,সদস্য তাসবিরুল ইসলাম, সাইফুর রহমান রানা প্রমুখ।কর্শালায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি'র আহবায়ক মোস্তাাফিজার রহমান। কর্মশালায় জেলা,উপজেলা, ইউনিয়নের প্রায় ৬শত বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মী দিনভর কর্মীসভায় উপস্থিত ছিলেন। উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস সম্প্রতি ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছিলেন। তারপর আবার মধ্যরাতে সংশোধ করে প্রেস নোট দিয়ে জুনে নির্বাচনের কথা বলা হয়েছে। আমরাও চাই যত দ্রত সম্ভব সংস্কার করে নির্বাচন দেয়া হোক। এ জন্য আন্দোলনের দরকার নেই। তিনি আরো বলেন, ৩১ দফা বিএনপি'র একার দফা না। বিএনপি কি করবে ক্ষমতায় গেলে সে প্রসঙ্গগুলো ৩১ দফায় বিস্তারিত আছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই। বিকাল সাড়ে ৪ টায় কর্মশালায় শেষ পর্বে ভার্চুয়ালী যোগ দিয়ে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতা কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে দিক নির্দেশনা দেন। একই সংগে কুড়িগ্রাম,লালমনির হাট ও গাইবান্ধা জেলায় ভার্চুয়ালী যুক্ত হন।

আসিফ

আরো পড়ুন  

×