ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

এই ব্যর্থতার খেসারত সব দলকেই দিতে হয়েছে: শুভ কিবরিয়া

প্রকাশিত: ২০:২৩, ২২ এপ্রিল ২০২৫

এই ব্যর্থতার খেসারত সব দলকেই দিতে হয়েছে: শুভ কিবরিয়া

ছবি: সংগৃহীত

রাজনৈতিক দলগুলো প্রাতিষ্ঠানিকভাবে ব্যর্থ হয়েছে। আর সেই ব্যর্থতার ফসল হিসেবেই এই জাতিকে আজ নানা রকম সংকট ও বিপর্যয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে এমন মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক শুভ কিবরিয়া। 

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই ব্যর্থতার খেসারত সব দলকেই দিতে হয়েছে। আমাদের রাজনৈতিক পথপরিক্রমা বদলাতে পারিনি। যার ফলে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বিপর্যয় এসেছে। সেই বিপর্যয়ের সময় মানুষ জেগে উঠেছে, নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। কিন্তু বারবারই সেই প্রত্যাশা অতলে তলিয়ে গেছে।

শুভ কিবরিয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়ার অভাবকে সংকটের অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক এবং বোঝাপড়ার ভীষণ অভাব রয়েছে। যদি সত্যিকার বোঝাপড়া থাকত, তাহলে বামপন্থী দলগুলো কয়েক মাস পরপর ভেঙে যেত না। প্রত্যেক দলেরই নিজের নিজস্ব এজেন্ডা—ফলে সংকট আরও গভীর হয়েছে।

এসএফ 

আরো পড়ুন  

×